Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

দিদিকে বললেন ১০ লক্ষেরও বেশি মানুষ এক মাসে বিপুল সাড়ায় ধন্যবাদ জানালেন মমতা

বংটাইমস নিউজ;- দিদিকে বললেন ১০ লক্ষেরও বেশি মানুষ এক মাসে বিপুল সাড়ায় ব্যাপক সাড়ায় উচ্ছ্বসিত তৃণমূল ধন্যবাদ জানালেন মমতা ।এক মাস হল দিদিকে বলো ক্যাম্পেনের। আর এই এক মাসে ১০ লক্ষেরও বেশি মানুষ পৌঁছেছেন দিদির কাছে।  সোশ্যাল মিডিয়া…


বংটাইমস নিউজ;- দিদিকে বললেন ১০ লক্ষেরও বেশি মানুষ এক মাসে বিপুল সাড়ায় ব্যাপক সাড়ায় উচ্ছ্বসিত তৃণমূল ধন্যবাদ জানালেন মমতা ।এক মাস হল দিদিকে বলো ক্যাম্পেনের। আর এই এক মাসে ১০ লক্ষেরও বেশি মানুষ পৌঁছেছেন দিদির কাছে।  সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 ক্যাম্পেন শুরুর ২৪ ঘন্টার মধ্যেই ‘দিদি’কে অভাব, অভিযোগ, সমস্যার কথা জানিয়ে ৯১৩৭০ ৯১৩৭০ নম্বরে ফোন এসেছিল প্রায় ১ লক্ষ। আর গত একমাসে মানুষের অভাবনীয় সাড়ায় অভিভূত তৃণমূল নেত্রী সোশ্যাল মিডিয়ায় সেই খুশি ভাগ করে নিয়েছেন। বৃহস্পতিবার এ নিয়ে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটে মমতা লেখেন, গত ৩০ দিনে ১০ লক্ষেরও বেশি মানুষ প্রশংসা করেছেন তাঁদের কর্মসূচির। কেউ দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ, কেউ করেছেন নালিশ। ট্যুইটে মমতা জানান, গত এক মাসে ফোন এসেছে ৮ লক্ষ ৬৩৫ টি। ১০ লক্ষ ৩৫০ জন তাঁদের অভাব, অভিযোগ, পরামর্শের কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তাছাড়াও দিদিকে বলো ক্যাম্পেনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রায় ২ লক্ষ মানুষ পৌঁছেছেন। তৃণমূল নেত্রীর দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, দিদির কাছে নালিশের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তারপর রয়েছে পরামর্শ এবং শেষে প্রশংসাসূচক বার্তা।গত একমাসে যত সংখ্যক মানুষ দিদিকে বলো ক্যাম্পেনে পৌঁছেছেন, তাঁদের মধ্যে ৪২ শতাংশই বিভিন্ন নালিশ, অভাব, অভিযোগ নিয়ে হাজির হয়েছেন। বিভিন্ন কাজের জন্য ৩২ শতাংশ মানুষ পরামর্শ দিয়েছেন এবং কর্মসূচির প্রশংসা করেছেন ২২ শতাংশ নাগরিক। ২১৪ জন মানুষ তাঁদের দুর্দশা, যন্ত্রণা নিয়ে দিদিকে বলো ক্যাম্পেনের দ্বারস্থ হন। যার মধ্যে ১৬১ জনের সমস্যার সমাধান করা গিয়েছে বলে ট্যুইট করেছেন মমতা।আগামীদিনে আরও বেশি মানুষের কাছে পৌঁছনোই এখন পাখির চোখ তৃণমূলের।

No comments