নিজস্ব প্রতিবেদন : - হলদিয়া শিল্প শহর টানা বৃষ্টতে খানাখন্দে ভরা হলদিয় টাউনশিপ থেকে দুর্গাচক গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রতিদিনই যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প-কারখানার বহু আধিকারিকরা। রাস্তা খানাখন্দে ভরা জায…
নিজস্ব প্রতিবেদন : - হলদিয়া শিল্প শহর টানা বৃষ্টতে খানাখন্দে ভরা হলদিয় টাউনশিপ থেকে দুর্গাচক গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রতিদিনই যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প-কারখানার বহু আধিকারিকরা। রাস্তা খানাখন্দে ভরা জায়গায় বড় বড় গর্ত সেই সঙ্গে জ্যাম সব মিলিয়ে সাধারণ নিত্যযাত্রীদের কাছে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে।
প্রতিদিনই ঘটছে কোন না কোন দুর্ঘটনা।তাই দুর্ঘটনা এড়াতে আজ হলদিয়া রিফাইনারি কর্মী ও আধিকারিকরা মিলে নিজেরাই রাস্তা মেরামতের কাজে নামে।তাদের এই কাজের মূল লক্ষ্য প্রশাসনকে একটা বার্তা দেওয়া যাতে করে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি শীঘ্র মেরামত হয়।জাতীয় সড়ক কর্তৃপক্ষ হলদিয়া উন্নয়ন পর্ষদ হলদিয়া পৌরসভা সবার কাছেই আবেদন করেন যাতে করে সবাই এগিয়ে এসে এই সমস্যার আশু সমাধান করেন।
এই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বিপদ কালীন কোন যানবাহন চলাচল চলাচল করা খুবই দুর্বিষহ ব্যাপার।অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেডের গাড়ি আপৎকালীন এই পরিষেবা রাস্তা খারাপের জন্য ব্যাহত হচ্ছে।এই ব্যাপারটি গুরুত্বসহকারে যাতে প্রশাসন দেখেন তার জন্যই একটা বার্তা পৌঁছানোর জন্য নিজেরাই রাস্তা মেরামতের কাজে নামে।
No comments