Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

রাজ্যে কোনো স্কুলের উদ্যোগে প্রথম বীজ কলম

নিজস্ব সংবাদদাতা:-  রাজ্যের প্রথম স্কুল হিসেবে পৌর পাঠভবনের  ছাত্র ছাত্রীরা ' বীজ কলম '  তৈরি করেছে প্রকল্প হিসেবে । সেই কলমের উদ্বোধন করবেন হলদিয়া এনার্জি লিমিটেডের কর্তারা । বিতরণ  করা হবে একশো বীজ কলম । নবম শ্রেণীর ছাত…


নিজস্ব সংবাদদাতা:-  রাজ্যের প্রথম স্কুল হিসেবে পৌর পাঠভবনের  ছাত্র ছাত্রীরা ' বীজ কলম '  তৈরি করেছে প্রকল্প হিসেবে । সেই কলমের উদ্বোধন করবেন হলদিয়া এনার্জি লিমিটেডের কর্তারা । বিতরণ  করা হবে একশো বীজ কলম । নবম শ্রেণীর ছাত্র - ছাত্রীরা তৈরি করেছে এই কলম ।খবর  কাগজ দিয়ে তৈরি এই কলমে থাকছে নানা শাক সবজি থেকে ফুলের বীজ ।

কলমের কালি শেষ হয়ে গেলে কলম ফেলে দিলেই হল । মাটিতে মিশে যাবে কলমের বায়ো ডিগ্রেডেবল উপদান । সেই ফেলে দেওয়া কলম থেকে বেরিয়ে পড়বে বীজ । কোনোটাতে আছে অপরাজিতা আবার কোনোটাতে আছে দোপাটি । আবার রয়েছে নানা শাক সবজির বীজও । পালং থেকে ধনেপাতা পুঁই থেকে নটে শাক । আবার রয়েছে লাউ,  কুমড়া লংকা থেকে  নানা রকমের প্রসেস করা বীজ ।

এই পেন আবার শিক্ষক দিবসে দেওয়া হবে উপহার হিসেবেও । সেই বীজ কলমের ওপর হাতের তুলির ছোঁয়ায ফুটে উঠছে রামধনু রঙ । বীজের শক্তিকে উপলব্ধি করেই সবুজের বার্তা দিতেই এই ' বীজ কলম ।,'

No comments