Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

বিধানসভার প্ল্যান করতে চিন্তন বৈঠক, সেখানেও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি!

বংটাইমস ডিজিটাল ডেস্ক : বিধানসভা ভোটের এখনও দু'বছর বাকি থাকলেও প্ল্যান তৈরিতে এখন থেকেই কোমর বাঁধতে চাইছে বিজেপি। তাই দুর্গাপুরে দু'দিনের চিন্তন বৈঠকে হাজির হয়েছেন বিজেপির রাজ্য স্তরের সব নেতা। আর সেখানেই কিনা গোষ্ঠীদ্বন্…


বংটাইমস ডিজিটাল ডেস্ক : বিধানসভা ভোটের এখনও দু'বছর বাকি থাকলেও প্ল্যান তৈরিতে এখন থেকেই কোমর বাঁধতে চাইছে বিজেপি। তাই দুর্গাপুরে দু'দিনের চিন্তন বৈঠকে হাজির হয়েছেন বিজেপির রাজ্য স্তরের সব নেতা। আর সেখানেই কিনা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। এমনকী তা পৌঁছল হাতাহাতি পর্যন্ত।

জানা গিয়েছে, যে হোটেলে বিজেপির চিন্তন বৈঠক চলছে, সেই হোটেলের বাইরে সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন একদল বিজেপি সমর্থক। তাঁদের অভিযোগের তির আসানসোল-দুর্গাপুরে বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘড়ুয়েই দিকে। তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলেই অভিযোগ। অপরদিকে দলে পুরনোদের ব্রাত্য করে নতুনদের বেশি গুরুত্ব পাচ্ছেন বলে অভিযোগ।

সেখানেই লক্ষ্মণ ঘড়ুয়েই অনুগামীরা বিক্ষোভকারী বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরেই দুপক্ষের সংঘর্ষ হয়। আহত হয় বেশ কয়েকজন। যদিও বিজেপির রাজ্যসভাপতি এসব গুরুত্ব না দিয়ে বলেছেন, এসব হতেই পারে। কিন্তু আসল লক্ষ্য তৃণমূলকে হারানো। দলে থাকতে গেলে শৃঙ্খলা মানতে হবে বলেও জানিয়েছেন তিনি।

No comments