শুভম সিং, এগরা :- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বছর খানেক আগে তৃণমূলের নেতা নান্টু প্রধানকে সাত সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে এলাকাবাসীদের মনে।এবারও সেই স্মৃ…
শুভম সিং, এগরা :- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বছর খানেক আগে তৃণমূলের নেতা নান্টু প্রধানকে সাত সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে এলাকাবাসীদের মনে।এবারও সেই স্মৃতি ফিরে এল ভগবানপুরের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে এক তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করেছে একদল দুষ্কৃতী। মৃত যুবকের নাম বিশ্বজিৎ বাগ (৩০)। তাঁর বাড়ি ভগবানপুর থানার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের নিমকবাড় গ্রামে।স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ বিশ্বজিৎ তার বাবার সঙ্গে এক আত্মীয়ার বাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে যাওয়ার পথে শিউলিপুর বাজারের কাছে জনা কয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তাঁকে মারতে মারতে তুলে নিয়ে যায়।



No comments