Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

ভগবানপুরে নৃশংস ভাবে খুন হল তৃণমূল কর্মী

শুভম সিং, এগরা :- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বছর খানেক আগে তৃণমূলের নেতা নান্টু প্রধানকে সাত সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে এলাকাবাসীদের মনে।এবারও সেই স্মৃ…


শুভম সিং, এগরা :- বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বছর খানেক আগে তৃণমূলের নেতা নান্টু প্রধানকে সাত সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে এলাকাবাসীদের মনে।এবারও সেই স্মৃতি ফিরে এল ভগবানপুরের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে এক তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করেছে একদল দুষ্কৃতী। মৃত যুবকের নাম বিশ্বজিৎ বাগ (৩০)। তাঁর বাড়ি ভগবানপুর থানার মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের নিমকবাড় গ্রামে।স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ বিশ্বজিৎ তার বাবার সঙ্গে এক আত্মীয়ার বাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে যাওয়ার পথে শিউলিপুর বাজারের কাছে জনা কয়েক দুষ্কৃতী মুখে  কাপড় বেঁধে তাঁকে মারতে মারতে তুলে নিয়ে যায়।
তারপর স্থানীয় একটি  ভাটায় তাঁকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা।খবর পেয়ে বিশ্বজিৎতের বাবা তৎক্ষণাৎ ছুটে ভগবানপুর থানায় গিয়ে সাহায্য চান। খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে বিশ্বজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।এই ঘটনার পরিবেক্ষিতে এগরার এসডিপিও আখতার আলি খান জানান, মৃতের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে ভগবানপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ৩ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments