নিজস্ব সংবাদদাতা:- খনিতে দুর্ঘটনা অল্পের জন্য বাঁচল পাঁচ শ্রমিক ।অন্ডালের খাস কাজরা কলিয়ারি র ১০ নম্বর পিটে ডুলি ছিড়ে পড়ায় আহত পাঁচ কর্মী। বৃহস্পতিবার অন্ডালে র খাস কাজরা কলিয়ারীর ১০নম্বর পিটে সকাল আটটা নাগাদ খনির নিচে নিজে…
নিজস্ব সংবাদদাতা:- খনিতে দুর্ঘটনা অল্পের জন্য বাঁচল পাঁচ শ্রমিক ।অন্ডালের খাস কাজরা কলিয়ারি র ১০ নম্বর পিটে ডুলি ছিড়ে পড়ায় আহত পাঁচ কর্মী। বৃহস্পতিবার অন্ডালে র খাস কাজরা কলিয়ারীর ১০নম্বর পিটে সকাল আটটা নাগাদ খনির নিচে নিজের কাজে যাচ্ছিল পাঁচ শ্রমিক । খনির নিচে ডুলি পৌঁছানোর আগেই প্রায় পনেরো ফুট ওপর থেকে ডুলি র প্রিমিয়াম ভেঙে ছিড়ে পরে ডুলি । পাঁচ শ্রমিক নিয়েই ডুলি খনির নিচে পড়ে যায়। ফলে গুরুতর আহত হয় পাঁচ শ্রমিক। আহত শ্রমিক দুলাল মুচি,মদন কর্মকার,রামজিত সিং ,সুনীল বাউরি ও রামজি সিং সকলকেই বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিক কাহালে কলিয়ারিড় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এক শ্রমিক সঞ্জয় সিং জানান কলিয়ারীড় নিরাপত্তা নিয়ে শ্রমিকদের মধ্যে প্রস্ন উঠছে। বার বার কলিয়ারির কর্তপক্ষ কে জানানো সত্বেও উদাসীন কর্তপক্ষ। শ্রমিক নেতা থেকে শ্রমিক সকলেই কোলিয়ারির নিরাপত্তা নিয়ে সরব। শ্রমিকদের দাবি খনির নিচে নিরাপত্তা স্বাভাবিক করুক । ঘটনার জেরে খনির কাজ বন্ধ থাকে ।


No comments