Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

প্রয়াত সিপিআইএমের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

প্রয়াত সিপিআইএমের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছু দিন ধরে অসুস্থতার কারণে দিল্লির 'এইমস'-এ ভর্তি ছিলেন।

 সেখানেই দুপুর প্রায় তিনটা/সাড়ে তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১৯…

 প্রয়াত সিপিআইএমের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কিছু দিন ধরে অসুস্থতার কারণে দিল্লির 'এইমস'-এ ভর্তি ছিলেন।



 সেখানেই দুপুর প্রায় তিনটা/সাড়ে তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১৯৫২ সালের ১২ অগস্ট চেন্নাইতে জন্মেছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন। তাঁর স্ত্রী সীমা চিস্তি ইয়েচুরি ও দুই সন্তান রয়েছে তাঁর। দিল্লির জেএনইউয়ে পড়াকালীন বাম রাজনীতিতে হাতেখড়ি। এরপর সিপিএমের সদস্যপদ গ্রহণ করে, পুরো সময়ের জন্য রাজনীতি করার সিদ্ধান্ত নেন ইয়েচুরি। এরপর ধাপে ধাপে উঠে আসেন দলের একেবারে প্রথমসারিতে। ২০১৫ সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইয়েচুরি।দলের অন্দরে বরাবরই প্রকাশ কারাতের চরমপন্থী নীতির বিরোধিতা করেছেন ইয়েচুরি। কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে সমর্থনের প্রশ্নের বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। সিপিএমে  'বেঙ্গল লাইনে'র পক্ষে ছিলেন ইয়েচুরি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন। ঘটনাচক্রে, বাংলা ভাষাতেও সড়গড় ছিলেন ইয়েচুরি। বলতে পারতেন দিব্যি। সীতারাম প্রথম বিবাহ করেছিলেন শিক্ষাবিদ তথা বাম মহিলা আন্দোলনের অন্যতম পুরোধা বীণা মজুমদারের কন্যা ইন্দ্রাণী মজুমদারকে। তাঁদের দুই সন্তান। পুত্র আশিস এবং কন্যা অখিলা। ২০২১ সালের এপ্রিলে কোভিডের সময়ে পুত্র আশিসের মৃত্যু হয়। কন্যা থাকেন বিলেতে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সম্প্রতি মেয়ের কাছে গিয়েছিলেন সীতারাম। তবে ইন্দ্রাণীর সঙ্গে বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয় সীতারামের। তার পর তিনি বিয়ে করেন সাংবাদিক সীমা চিস্তিকে।

No comments