মহিষাদলের অমৃতবেড়িয়ার নদের ভাঙ্গন পরিদর্শনে সাংসদ অভিজিত গাঙ্গুলি, সাধারনের কথায় ক্ষোভ প্রকাশ
মহিষাদল : মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ায় রুপনারায়ন নদের ভাঙ্গন পরিদর্শনে এলেন তমলুকের সাংসদ ( বিজেপি) অভিজিত গাঙ্গুলি। এদিন প্রথমে তিনি দ…
মহিষাদলের অমৃতবেড়িয়ার নদের ভাঙ্গন পরিদর্শনে সাংসদ অভিজিত গাঙ্গুলি, সাধারনের কথায় ক্ষোভ প্রকাশ
মহিষাদল : মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ায় রুপনারায়ন নদের ভাঙ্গন পরিদর্শনে এলেন তমলুকের সাংসদ ( বিজেপি) অভিজিত গাঙ্গুলি। এদিন প্রথমে তিনি দনিপুরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সেখান থেকে নদের ভাঙ্গন পরিদর্শন করেন। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,স্থায়ী কাজ এখনই সম্ভব নয়। দপ্তরের ইঞ্জিনিয়ারদের সাথে কথা হয়েছে। ভয়ের কোন কারন নেই। সাময়িক বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। ভরা কোটালের আগে তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কেন্দ্রীয় জলপথ দপ্তরের সাথে কথা বলে নদের মাঝে চড়ার পলি কাটার ব্যবস্থা করা হবে।
সেইসাথে এদিন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকেই বলছেন, সাংসদ হওয়ার পর নাকি আমাকে এলাকায় দেখা যাচ্ছে না। তাদের বলবো আমার অফিসে এসে খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন আমি কখন কোথায় আসছি আর কি করছি।
এদিন সাংসদের সাথে উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস সহ অন্যান্যরা।।
No comments