আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে হলদিয়া জাতীয় কংগ্রেস ও CPIM পক্ষ থেকে মহা মিছিল। মঙ্গলবার বিকালে হলদিয়া গিরিশ মোড় থেকে শুরু হয় এই
মিছিল হলদিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। উপস্থিত ছিল CPIM জেলা সম্পাদক …
আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে হলদিয়া জাতীয় কংগ্রেস ও CPIM পক্ষ থেকে মহা মিছিল। মঙ্গলবার বিকালে হলদিয়া গিরিশ মোড় থেকে শুরু হয় এই
মিছিল হলদিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। উপস্থিত ছিল CPIM জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র শেঠ,মানসী শেঠ,অচিন্ত্য শাসমল পরিতোষ পট্টনায়ক লক্ষ্মী সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসক রহস্যজনক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এই মহা মিছিল। আরজি করার ঘটনা পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করে পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে।বিজেপি কর্মী সমর্থকরা কলকাতায় ধন্য মঞ্চ করে রয়েছে। জাতীয় কংগ্রেস ও বামপন্থী সংগঠন রা যৌথ উদ্যোগে কলকাতা মহা মিছিল করল মঙ্গলবার। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাও হলদিয়া কাঁথি এগ্রা তমলুক জাতীয় কংগ্রেস ও বামপন্থী কর্মী সমর্থকরা যৌথ উদ্যোগে মহা মিছিল করলো মঙ্গলবার বিকেলে। হলদিয়া মহকুমা গিরিজ মোড় থেকে এই মহা বিশেষ শুরু হয়। নেতৃত্বে ছিলেন রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র শেঠ CPIM জেলা সম্পাদক নিরঞ্জন সিহি।
No comments