আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা
জুনিয়ার চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন এমনটাই সূত্র খবর। সেই ঘটনায় প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল চিকিৎসক আইনজীবী স্কুল শিক্ষক সহ বিভিন্ন নাগরিক বিন্দরা। হলদিয়া মঞ্জুস…
আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা
জুনিয়ার চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন এমনটাই সূত্র খবর। সেই ঘটনায় প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল চিকিৎসক আইনজীবী স্কুল শিক্ষক সহ বিভিন্ন নাগরিক বিন্দরা। হলদিয়া মঞ্জুসি মোড় থেকে শুরু হয় এই ধিক্কারমিছিল।সুতাহাটা পর্যন্ত যাবে চৈতন্যপুর ও পরানচক থেকে আর দুটি মিছিল সুতাহাটা এসে যুক্ত হবে।এই ঘটনা প্রতিবাদী সারা দেশ জুড়ে দোষীদের শাস্তির দাবিতে কোথাও মোমবাতি মিছিল কোথাও প্রতিবাদ মিছিল কোথাও ধিক্কার মিছিল অরাজনৈতিক সংগঠন প্রতিবাদ মিছিল লক্ষ্য করা যায়। সেই সময় হলদা তো বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করতে দেখা যায়। ডাক্তার উকিল শিক্ষক বিভিন্ন সংগঠনের সদস্য ও সদস্যবৃন্দ স্কুলের ছাত্রছাত্রী প্রতিবাদ করতে দেখা গেল রবিবার হলদিয়া সুতাহাটাতে। দোষীদের উপযুক্ত জাতীয় শাস্তি পায় তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল।
No comments