২৭ শে মার্চ রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হল মহিষাদল বইমেলা। এদিন বইমেলা উদ্বোধন করেন সাহিত্যিক অমর মিত্র। এছাড়াও ছিলেন গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বিভরাজভূষণ পরিদা। স্কুল পড়ুয়াদের মোবাইলে আসক্তি কমাতে বইয়ের বিকল্প নেই। বই পড়ার অভ্য…
২৭ শে মার্চ রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হল মহিষাদল বইমেলা। এদিন বইমেলা উদ্বোধন করেন সাহিত্যিক অমর মিত্র। এছাড়াও ছিলেন গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বিভরাজভূষণ পরিদা। স্কুল পড়ুয়াদের মোবাইলে আসক্তি কমাতে বইয়ের বিকল্প নেই। বই পড়ার অভ্যেস যে কল্পনাশক্তি ও চিন্তা করার শক্তি বাড়ায়, তা হাতেকলমে অনুশীলনের জন্য পাঁচ দিনের অভিনব কর্মশালা করছে মহিষাদল বইমেলা কমিটি। এজন্য শিশুমহল ও বিজ্ঞানমঞ্চ নামে দু'টি অনুষ্ঠান হচ্ছে। এবছর শিশুমহলের থিম 'শিশুসাহিত্য'। এজন্য ২৮-৩১ মার্চ প্রতিটি দিন অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং লীলা মজুমদারের নামে আলাদা 'দিবস' ঘোষণা করা হয়েছে। কী হবে সেখানে? প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বই পড়ো, এসো গল্প বানাইয়ের মতো বিভিন্ন প্রতিযোগিতা। শিশুমহলে পৌঁছলেই দেওয়া হবে কখনও অবন ঠাকুর, কখনও সুকুমার রায়ের বই। এক ঘণ্টা পড়ার পর যাচাই করা হবে সবাই পড়েছে কি না। ঠিক উত্তর দিলেই বই পুরস্কার। আবার সেইসঙ্গে লিখিত ক্যুইজ পরীক্ষাও দিতে হবে।
No comments