Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

আবারো দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালত হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার

বৃহস্পতিবার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাসকে আবারো ২দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। আর্থিক অনিয়মের অভিযোগে ১৯ অক্টোবর বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিস।গত ১৩অক্টোবর সুতাহা…

 বৃহস্পতিবার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাসকে আবারো ২দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। আর্থিক অনিয়মের অভিযোগে ১৯ অক্টোবর বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিস।গত ১৩অক্টোবর সুতাহাটা থানায় সত্যব্রতবাবুর নামে পুরসভার একটি উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ করেন কমলেশ চক্রবর্তী নামে এক প্রবীণ শিক্ষক। তিনি তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। সুতাহাটা বাজার এলাকায় নয়ানজুলি বুজিয়ে একটি অটো ও টোটো স্ট্যান্ড তৈরি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। জানা গিয়েছে, ২০১৮সালে সত্যব্রতবাবু যখন পুরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান, সেই সময় ৫০লক্ষ টাকা খরচে ১নম্বর ওয়ার্ডে সুতাহাটা বাজারে রাজ্য সড়কের পাশে অটো টোটো স্ট্যান্ড করার জন্য টেন্ডার করা হয়। 



কমলেশবাবুর অভিযোগ, অটো ও টোটো স্ট্যান্ডের জন্য ঩৫০লক্ষ টাকা খরচ হয়নি। সরকারি টাকার অপব্যবহার করা হয়েছে। আরও অভিযোগ, ২০২০সালে ফের একই কাজ দেখিয়ে ৫০লক্ষ টাকার বিল তোলা হয়েছে। পুলিস এই অভিযোগ খতিয়ে দেখে আর্থিক অনিয়মের অভিযোগে স্বপনবাবুকে গ্রেপ্তার করে। স্বপনবাবু ২০১৭সাল থেকে ওই ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। ২০২১সালে তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। এদিন আদালতে স্বপনবাবুর আইনজীবী হৃষিকেশ সুকুল দাবি করেন, আপাতদৃষ্টিতে মনে হলেও প্রকৃতপক্ষে দুর্নীতির কোনও প্রশ্ন নেই। কারণ, এটি নিয়ম অনুযায়ী ই-টেন্ডার করা হয়েছিল। এই কাজ ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী হয়েছে। তারপর পুরসভার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দিয়েছে এবং অডিট কোনও প্রশ্ন তোলেনি। এতদিন পর সত্যব্রত দাসের বিরুদ্ধে উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হচ্ছে। তিনি রাজনৈতিক দল পরিবর্তন করায় প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিথ্যে মামলায় জড়ানো হয়েছে।করলো পুরসভার প্রাক্তন কাউন্সিলর অভিযুক্ত সত্যব্রত দাস হলদে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন এসপি তার গালে চড় মেরেছিল রক্তের দাগ রয়েছে সাত দিন আটকে রেখে কোন জিজ্ঞাসাবাদ করে নি আরও 3 4 টা মামলা রুজু হবে রাজনৈতিক চক্রান্তের শিকার বিজেপিতে যোগ দিয়েছিলাম বলেই তাই স্বীকার। সরকারি পক্ষের আইনজীবী বলেন চর মারার অভিযোগ করেছিল ডাক্তারি রিপোর্ট কোন ইনজুরি নেই  অভিযোগ ভিত্তিহীন এই ঘটনায় প্রভাবশালীদের যোগ রয়েছে।

No comments