Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

শাশুড়ির সঙ্গে ঝগড়া, গৃহবধূকে জীবন্ত পুড়িয়ে দিল শ্বশুরবাড়ির সকলে!

বংটাইমস ডিজিটাল ডেস্ক: নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে গোটা জীবনের জন্যে চলে আসে মেয়েরা। কিন্তু সেই শ্বশুরবাড়িই যদি নরকযন্ত্রণা ডেকে আনে, তখন? শুরু হয় ঝগড়া-অশান্তি। কিন্তু শ্বশুরবাড়িতে শুধু ঝগড়ার জন্যে একজন মহিলাকে জীবন্ত…


বংটাইমস ডিজিটাল ডেস্ক: নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে গোটা জীবনের জন্যে চলে আসে মেয়েরা। কিন্তু সেই শ্বশুরবাড়িই যদি নরকযন্ত্রণা ডেকে আনে, তখন? শুরু হয় ঝগড়া-অশান্তি। কিন্তু শ্বশুরবাড়িতে শুধু ঝগড়ার জন্যে একজন মহিলাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ, নিউ বারাকপুরের ঘটনা দেখাল সেটাও যায়।

শাশুড়ি ও দেওরের সঙ্গে নিত্য নৈমত্তিক ঝামেলার জন্যে রান্নাঘরে ঢুকে এক গৃহবধূর গায়ে কেরোসিন তেলে ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরের ৪ নং ওয়ার্ডের দুর্গাবাড়ি রোডে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথম তাঁকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করে। কিন্তু সেখান থেকে আরজি কর হাসপাতালে আনার সময়ই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমা সাহা নামে ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরেই অশান্তি হত তাঁর শাশুড়ি ও দেওরের। সম্প্রতি তা মাত্রা ছাড়ায়। অভিযোগ শনিবার সকালে রান্নার সময়ে শাশুড়ি তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়৷ তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা নিউ ব্যারাকপুর থানায় খবর দেন৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি বলে যান, এই কাজ শাশুড়ি এবং অন্যান্য সদস্যদের কীর্তি৷

তবে ওই মহিলার স্বামী ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেই জানিয়ে গিয়েছেন তিনি। সাত বছর ও তিন বছরের দুই সন্তান রয়েছে তাঁর।

No comments