লদিয়া সুতাহাটা থানাএলাকা হোড়খালি বাজার সংলগ্ন এক জন বেসরকারি ব্যাঙ্ক কর্মচারি সসয়ায়ক গোষ্ঠির কাছথেকে লোনার টাকা নিয়ে ফিরছিল অনুমানিক ৫০ হাজার টাকা। সেই সময় পিছন থেকে ধাওয়া করছিল বেশ কয়েক জন দুষ্মকৃতি।ভেজালুনিয়ে ঐ ব্যঙ্ক কর্…
লদিয়া সুতাহাটা থানাএলাকা হোড়খালি বাজার সংলগ্ন এক জন বেসরকারি ব্যাঙ্ক কর্মচারি সসয়ায়ক গোষ্ঠির কাছথেকে লোনার টাকা নিয়ে ফিরছিল অনুমানিক ৫০ হাজার টাকা। সেই সময় পিছন থেকে ধাওয়া করছিল বেশ কয়েক জন দুষ্মকৃতি।ভেজালুনিয়ে ঐ ব্যঙ্ক কর্মিকে আঘাত করার চেষ্টা করে চলন্ত বাইকে।
বাই নিয়ে ঐ কর্মি ছিটকিয়ে পড়ে যায়।চিৎকার করতে থাকে।এলাকার লোক জন ছুটে আসে দুই জনকে ধরেফেলে।এলাকার বাসিরা বলেন দুটি বাইক সহ দুইজন কে ধরে ফেলা হয়। বাকিরা পালিয়ে যায়।দুই জনকে গাছে বেঁধে গনধলা চলে।সুতাহাটা থানার পুলিশ কে খবর দেওয়া হয়।পুলিষ এসে দুই জনকে গেপ্তার করে নিয়ে যায়।



No comments