Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়ার ABG-র কর্মহীন কয়েক হাজার ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে কংগ্রেসের বিক্ষোভ কলকাতা পোর্ট ট্রাস্ট ও লেবার ট্রাইব্যুনালে।

হলদিয়ার ABG-র কর্মহীন কয়েক হাজার ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে  কংগ্রেসের  বিক্ষোভ কলকাতা পোর্ট ট্রাস্ট ও লেবার ট্রাইব্যুনালে।আজ কলকাতা পোর্ট ট্রাস্ট ও লেবার ট্রাইব্যুনালে হলদিয়ার ABG-র কর্মহীন কয়েক হাজার ঠিকা…


হলদিয়ার ABG-র কর্মহীন কয়েক হাজার ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে  কংগ্রেসের  বিক্ষোভ কলকাতা পোর্ট ট্রাস্ট ও লেবার ট্রাইব্যুনালে।আজ কলকাতা পোর্ট ট্রাস্ট ও লেবার ট্রাইব্যুনালে হলদিয়ার ABG-র কর্মহীন কয়েক হাজার ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আইএনটিইউসি পরিচালিত কলকাতা পোর্ট ট্রাস্ট (HDC) ঠিকা মজদুর বিক্ষোভ দেখান।

ABG কে অনৈতিক ভাবে সরিয়ে দিয়ে ঐ সংস্থায় কর্মরত কয়েক হাজার শ্রমিকদের  পুনর্বহাল না করার চক্রান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা মামলার‌ নিষ্পত্তি না করে ক্রমাগত টালবাহানা করে চলেছে লেবার ট্রাইব্যুনাল।।তারই প্রতিবাদে গর্জে উঠলো ঐ অসহায় শ্রমিকদের পরিবারবর্গ। সুদুর হলদিয়া থেকে বাবুঘাটে পৌঁছে মিছিল করে ঐ অসহায় শ্রমিকদের পরিবারবর্গ প্রথমে বিক্ষোভ দেখান কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসে।

 তারপর ঐ মিছিল পৌঁছায় আর এন মুখার্জী রোডের লেবার ট্রাইব্যুনালে। মিছিলের নেতৃত্ব দেন উক্ত ইউনিয়নের প্রাণপুরুষ ও আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ শেখ ও আইএনটিইউসি পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক শেখ সামাদ

No comments