নিজস্ব সংবাদঃ- দিঘা মোহানা কোস্টাল থানা পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ছড়ালো১৬ আগস্ট
শুক্রবার সকালে মাছেৱ আড়ৎ এ কাজ কৱা কর্মীরা দেখতে পায় পুকুরে মৃতদেহ ভাসতে।খবৱ পেয়ে দীঘা উপকূল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায়…
নিজস্ব সংবাদঃ- দিঘা মোহানা কোস্টাল থানা পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ছড়ালো১৬ আগস্ট
শুক্রবার সকালে মাছেৱ আড়ৎ এ কাজ কৱা কর্মীরা দেখতে পায় পুকুরে মৃতদেহ ভাসতে।খবৱ পেয়ে দীঘা উপকূল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।মৃত ব্যক্তি ৱ নাম অখিল বিশ্বাস (৪৫)।বাড়ি পূর্ব বর্ধমানে কালনাতে।মৃত ব্যক্তি মোহনা ট্ৰলার কর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় স্নানের জন্য পুকুর পাড়ে গিয়ে পড়ে মৃত্যু হতে পাৱে। মোহানা কোস্টাল থানার ওসি সঞ্জয় কুমার মাইতি বলেন ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পরিষ্কার বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে কোস্টাল থানার পুলিশ।



No comments